ব্লগকে ঘিরেই যত আয়, এডসেন্স, বিজ্ঞাপন, এফিলিয়েটেড মার্কেটিং, ইমেইল মার্কেটিং ইত্যাদি। একটি সাইটে যখন দৈনিক ভিজিটর কয়েক লক্ষ এডসেন্স থেকে আয় হাজার ডলার। এই ধরণের উদাহরণ রয়েছে অনেক। অনেকেই অন্যকে অনুসরণ করে থাকেন এবং একটা সময় সফলতা না পেয়ে হতাশ হয়ে পড়ে। একটি বিষয় নিয়ে সাইট তৈরি করলেন আর সবাই হুমড়ি খেয়ে পড়বে এমনটা আশা না করাই ভালো। তাই বলে বসে থাকবেন তা নয়। এফিলিয়েড মার্কেটিং এর জন্য কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। কোন ধরনের এফিলিয়েশনে বেশি অর্থ পাবেন, কেমন কমিশন দেয়, পেমেন্ট সিস্টেম কি ইত্যাদি। বর্তমান বিশ্ব ক্রমেই ইন্টারনেট নির্ভর হয়ে উঠেছে। প্রায় সব ধরণের কাজেই এখন অনলাইন ব্যবহার হচ্ছে। আমাজনের কথাই ধরা যাক সেখানে কোন পন্য নেই? সবই আছে। বাংলাদেশে অনলাইনে কেনাবেচার জন্য বর্তমান সময়ে কিছু কিছু সাইট তৈরি হচ্ছে। কিন্তু বাইরের দেশে সবই করা হয় অনলাইনে। এখন একটি জনপ্রিয় ব্লগ সাইট থাকলে সেখানে এই সাইটগুলোর পণ্য প্রর্দশনের মাধ্যমে সহজেই আয় করা সম্ভব। তবে হ্যা সফল হতে হলে অবশ্যই অবশ্যই শ্রম দিতে হবে।
0 comments:
Post a Comment