Wednesday, October 7, 2015

Windows 10 Common Settting


মাইক্রোসফট উইন্ডোজ ১০ এ ফ্রী আপগ্রেড এর সুযোগ দিচ্ছে আর ইতিমধ্যে অনেকে উইন্ডোজ ৭ বা ৮ থেকে আপগ্রেড করে আজীবনের জন্য অ্যাক্টিভ সুবিধা নিয়ে ব্যবহার করছেন। এসব পুরাতন তথ্য। আবার রিসার্ভ করে আপগ্রেড করতে যেয়ে অনেকে ঝামেলায় পড়েছিলেন রিসার্ভ আইকন নিয়ে। কেননা এটা বিভিন্ন কারনে সবসময় কাজ করেনা। তবে ঠিকভাবে করতে পারলে কাজ করবেই।

এসব রিজার্ভ সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি দিতে নিয়ে এলাম নতুন একটি চমৎকার টুল। নেই কোন রিসার্ভেশান এর ঝামেলা, যদি আপনার উইন্ডোজ হয় উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮.১ প্রো আর পার্মানেন্ট অ্যাক্টিভেটেড তাহলে খুব সহজে এই টুল দিয়ে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করতে পারেন আর আপনার পিসিকে বানিয়ে নিতে পারেন সারাজীবনের জন্য উইন্ডোজ ১০ কে ফ্রী।

0 comments:

Post a Comment