Thursday, October 8, 2015

Wordpress Tutorial

এই কোর্সে যা যা থাকবেঃ 1. ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন 2. কাস্টোমাইজেশন 3. থিম ডেভেলপমেন্ট 4. প্লাগইন ডেভেলপমেন্ট 5. সিকিউরিটি 6. স্কেল্যাবিলিটি

ওয়েব ডিযাইনিং-এ CMS (Content Management System)-এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো জুমলা। কিন্তু প্রাথমিক জ্ঞান দিয়ে যারা ওয়েব ডিযাইন করতে চান, তাদের কাছে সবচেয়ে বেশি পছন্দের ওয়ার্ডপ্রেস। যারা ইন্টারনেটে WordPress.com-এ একটা ব্লগ সাইট খুলেছেন, তারা খুব আশ্চর্য হয়ে ভাবছেন, ওয়ার্ডপ্রেস তো ব্লগ! এটা ওয়েবসাইট হবে কিভাবে? হ্যা, ব্লগের ধারণাকে একটু বদলে নিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে জনপ্রিয় সব ওয়েবসাইট বানানো যায়। আর তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা দেখতে পাবেন WordPress.org ওয়েবসাইটে (.com নয়)।

যাহোক, কিভাবে ওয়েবসাইট ডিযাইন করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে, তা আমরা কোনো এক টিউটোরিয়ালে বলার আশা রাখি, ইনশাল্লাহ। তবে শুরুতেই আপনাকে সেজন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নিতে হবে আপনার কর্মক্ষেত্রে। এটা যেমন ইন্সটল করা যায় আপনার কম্পিউটারে, তেমনি ইন্টারনেটের সার্ভারেও। আমরা প্রথমে কম্পিউটারে ইন্সলেশন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, তাহলে সার্ভারে ইন্সটল-প্রক্রিয়া সহজ হয়ে যাবে।

0 comments:

Post a Comment